এসএমই খাতে অর্থায়ন সহজীকরণ, ঋণ প্রবাহ বৃদ্ধি, সচেতনতা তৈরি এবং এসএমই উদ্যোক্তা-ব্যাংকার সম্পর্ক উন্নয়নের লক্ষ্য নিয়ে এসএমই ফাউন্ডেশন গত ১৫ অক্টোবর ২০২৩ বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘ময়মনসিংহ বিভাগীয় এসএমই উদ্যোক্তা-ব্যাংকার সম্মেলন-২০২৩’ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী অনুষ্ঠানের ২য় পর্বে কর্মসূচিতে অংশগ্রহণকারী ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার উদ্যোক্তা সংশ্লিষ্ট সংগঠন; জেলা চেম্বার, উইমেন চেম্বার, নাসিব, ক্লাস্টার, ফার্নিচার এসোসিয়েশনের প্রায় চারশত এর অধিক উদ্যোক্তাদের সাথে এ অঞ্চলের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রায় ১৫০জন কর্মকর্তাদের মধ্যে যোগসূত্র স্থাপনে ঋণ ম্যাচমেকিং বিষয়ক আলোচনা ও এসএমই ঋণ পেতে চ্যালেঞ্জ ও করণীয় সম্পর্কে উদ্যোক্তার অবহিত করতে ওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক জনাব সুমন চন্দ্র সাহার সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ কার্যালয়ের নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) জনাব মো. ওছমান গনি এবং অগ্রণি ব্যাংক লিমিটেডের উপমহাব্যবস্থাপক জনাব সাইদা ফাতেমা। সেশনে উদ্যোক্তাবৃন্দ এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করে এসএমই ঋণ পেতে নানা চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে স্বতঃস্ফুর্তভাবে তাঁদের বক্তব্য তুলে ধরেন।
সভায় আলোচকবৃন্দ এসএমই ঋণ পেতে উদ্যোক্তাদেরকে তাঁদের রেডিনেস বিষয়ে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এসময় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের প্রতি এসএমই ঋণ বিষয়ে আরো অধিক মনোযোগী হওয়ার আহ্বান জানান। উদ্যোক্তারা জানান ফাউন্ডেশনের এ ধরণের আয়োজন সংশ্লিষ্ট একটি এলাকার সবার মধ্যে এসএমই উন্নয়ন বিশেষত বিভিন্ন স্টেকহোল্ডারদের মধ্যে অর্থায়ন বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি আনয়নে সহায়তা করে।
৩৬০ ময়মনসিংহ প্রতিনিধি