1. news360bd24@gmail.com : admin :
বার কাউন্সিল পরীক্ষার সংস্কারের ৫ দফা দাবিতে শিক্ষানবিশ আইনজীবীরা - News 360 BD
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন                    
           
               
ব্রেকিং নিউজ
উত্তরা ক্লাব লিমিটেডের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশের জন্য রাশিয়া কী পরিবর্তন আনবে? ট্রেসি অ্যান জ্যাকবসনকে চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে স্বাগত জানাচ্ছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি শরিফুল ইসলাম খান’ যুক্তরাষ্ট্র দূতাবাসের আয়োজনে ঢাকায় বিশ্ববিদ্যালয়মেলা অনুষ্ঠিত ওল্ড ঢাকা ইয়ুথ ফোরামের শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠান ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের এককালীন বৃত্তি প্রদান ওয়ালিউদ্দীন আহমদ চৌধুরী: বাংলাদেশের ফ্যাশন জগতের এক উজ্জ্বল নক্ষত্র বার কাউন্সিল পরীক্ষার সংস্কারের ৫ দফা দাবিতে শিক্ষানবিশ আইনজীবীরা পুলিশের নতুন আইজিপি হচ্ছেন এস এম রুহুল আমিন’

বার কাউন্সিল পরীক্ষার সংস্কারের ৫ দফা দাবিতে শিক্ষানবিশ আইনজীবীরা

  • আপডেট করা হয়েছে সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৬৫৮ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেক: ৫ দফা দাবি নিয়ে বার কাউন্সিলের পরীক্ষা পদ্ধতি সংস্কারের দাবিতে বাংলাদেশ বার কাউন্সিল, প্রেসক্লাব ও বাংলাদেশ সচিবালয়ের অভিমুখে সমাবেশ করেছে সারা দেশের বৈষম্য বিরোধী শিক্ষানবিশ আইনজীবী।

সোমবার ২৫ শে আগষ্ট

বাংলাদেশ বার কাউন্সিল এর সামনে প্রত্যেক জেলা থেকে আগত শিক্ষানবিশ আইনজীবীরা জরো হতে থাকে এবং স্লোগানে স্লোগানে মুখরিত হতে থাকে বার কাউন্সিল প্রাংগন। তারা সকাল সারে দশ-টায় প্রেসক্লাবের উদ্দেশ্য যাত্রা শুরু করেন।

জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এক মহাসমাবেসে এ দাবি জানানো হয়।

এতে অংশ নিয়েছেন বিভিন্ন জেলা বারে কর্মরত শিক্ষানবিশ আইনজীবী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কয়েকশ আইন শিক্ষার্থী। সমাবেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকার ও বার কাউন্সিল কর্তৃপক্ষের কাছে কয়েক দফা দাবি তুলে ধরা হয়।

দাবির মধ্য রয়েছে

১| বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্ত করার লিখিত পরীক্ষা বাতিল।

২| এমসিকিউ পরীক্ষা ৪০ নম্বরে হতে হবে এবং নেগেটিভ মার্কিং থাকবেনা।

৩| প্রতি বছর কমপক্ষে দুটি পরীক্ষা নেওয়া, আইনজীবী তালিকাভুক্ত পরীক্ষা শুধু বার কাউন্সিলের অধীনে নেওয়া এবং

৪| জুডিশিয়ারিকে পরীক্ষার সম্পৃক্ততা থেকে অবিলম্বে অব্যবহিত দেয়া।

৫| ২০১২ সালের কালো আইন বাতিল।

৬| একবার পাস করলে আর পরীক্ষা না দেওয়া।

এছাড়া খাতা পুনঃনিরীক্ষার সুযোগ দেওয়া।

উল্লেখ্য গতসপ্তাহে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বরাবর শিক্ষানবিশ আইনজীবীদের দাবি লিখিতভাবে একটি স্মারকলিপি পেস করেন কেন্দ্রীয় সমন্বয় কমিটির ৮ সদসের প্রতিনিধি দল, তারা হলেন মো: মাহমুদ, মো: মনির, নাজমা সুলতানা নীলা, জান্নাতুল ফেরদৌস,
দিলরুবা মুন্নি, মিলি, মো:মোস্তাফিজ,
ও মো: রিয়াদ।

একসপ্তাহ সময় চেয়েছেন সচিব মো: গোলাম সরোয়ার। রবিবার ছিলো শেষ দিন। তাই সারা দেশের শিক্ষানবিশ আইনজীবীদের নিয়ে প্রেসক্লাব থেকে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেন ব্রেকেড দিয়ে আটকানোর চেষ্টা করে ব্যর্থ হয়। সচিবালয়ের সব গেট বন্ধ করে দেয়া হয় আনসার বাহিনী ও শিক্ষানবিশ আইনজীবীদের অবস্থান দেখে।

তারপর ও শিক্ষানবিশ আইনজীবীরা সচিবালয়ে ঢুকার জন্য চেষ্টা চালিয়ে যান। অবশেষে ১৪ জনের একটা প্রতিনিধি দল মাহমুদের নেতৃত্বে সচিবালয়ের ভিতরে প্রবেশ করেন।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সবার সাথে বসতে নারাজ যেকোনো ২ জনের সাথে কথা বলবেন বলে জানানো হয়। তার বাকিদের মতামত নিয়ে ৪ জনের সাথে বৈঠকে বসেন আইন উপদেষ্টা।

এ ছাড়া সমাবেশে বক্তব্য দেন ঢাকা বার শিক্ষানবিশ আইনজীবী মাহমুদ, মনির, নীলা, ফেরদৌসি, মুন্নি, মিলি,
বাবুল, কামাল, রাইসুল, মুক্তার হোসেন প্রমুখ সহ দেশের বিভিন্ন জেলার শিক্ষানবিশ জীবীরা।

দেশের প্রাকৃতিক দুর্যোগের কারনে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেননি সমন্বয়কারীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Designed by: Nagorik It.Com

bn Bengali